1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৬ জন নির্বাচিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার শেয়ার করা হয়েছে।

মোঃ জোসেপ আলী চৌধুরী নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৫৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

আজ (৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ৫৫ জন। এছাড়া ৬ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম মহোদয় এই নিয়োগকে উদ্দেশ্য করে কোন রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানান।

তিনি প্রাথমিকভাবে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ‘যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করব তোমরাও সাধারণ জনগণকে সেরকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে।’

এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১৫০২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী আজ (৪ ডিসেম্বর) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনকারী ১৫০২ জনের মধ্যে গত ০৪ নভেম্বর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১২১৯ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষার (Physical Endurance Tes) জন্য ৮২০ জনকে বাছাই করা হয়। এরপর গত ০৫ নভেম্বর Physical Endurance Test (PET)- শেষে ৬৮২ জন এবং তৃতীয় ধাপে গত ০৬ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকির হোসেন (সুনামগঞ্জ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহ আলম (সিলেট), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ শামসুল হক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকবৃন্দসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি