কিশোরগঞ্জের নিকলীতে পাগলা কুকুরের কামড়ে মো. জয় নামে ১২ বছর বয়সি এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের ছোট বিল হাওড়ে এ ঘটনা ঘটে। নিহত জয় নিকলী সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে ছোট বিল হাওরে রুবেল মিয়ার হাঁসের খামারে কাজ করত কিশোর জয়। জয়ের মা অন্যের বাড়িতে কাজ করে তাদের ভরণপোষণ করেন। প্রতিদিনের মতো গত শুক্রবার ভোরে হাঁসের খামারে কাজ করতে যাওয়ার সময় জয়ের ওপর একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে ক্ষতবিক্ষত করে। পরে জয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply