কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের একটি মেলায় জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়ারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।
আটককৃতদের মধ্যে রয়েছেন আওয়াল মিয়া (৫৫), মো. সবুজ মিয়া (২৫), মো. আলমগীর (২১), জিয়া মিয়া (২২), শরীফ মিয়া (২২), মো. দেলদুয়ার (২৪) এবং মো. সুমন মিয়া (২৪)। জুয়ারীরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করেন।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম জানান, মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “মেলায় জুয়া খেলা এবং গাঁজা সেবনের মতো অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।”
স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ মেলার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে সহায়ক হবে।
Leave a Reply