নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হেলিম নির্বাচিত
কিশোরগঞ্জের নিকলীতে দীর্ঘ ১৬ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
আজ ১৪ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১০টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি অধিবেশনে এ সম্মেলন অনুষ্টিত হয়।
নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুন্ম সাধারন সম্পাদক এডঃ বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও কিশোরগন্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুন্ম সাধারন সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের সঞ্চালনায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উদ্ভোধন করেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগন্জ জেলা কমিটির সভাপতি মোঃ শরিফুল আলম।
সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএপির সাধারন সম্পাদক এডঃ শাহ ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের আবু ওয়াহাব আকন্দ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগন্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টার সময় সরাসরি ভোট গ্রহনের মাধ্যমে শুরু হয়। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৫০৪জন ভোটারের প্রত্যক্ষ ভোটে চারজন সভাপতি প্রার্থীর মধ্যে ঘড়ি প্রতীক নিয়ে ২২৯ ভোটে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডঃ বদরুল মোমেন মিঠু ও সেক্রেটারি পদে সাতজন প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে ১৮৭ ভোটে বিজয়ী হয়েছেন আতিকুল ইসলাম হেলিম তালুকদা।
Leave a Reply