1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির সভাপতির নেতৃত্বে কৃষকের জমির ধান লুটের অভিযোগ নান্দাইলে ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন  গণপিটুণিতে মাদকসহ ১৫ মামলার আসামী চাক্কু শান্তর মৃত্যু হয়েছে কুমিল্লা মনোহরগঞ্জ সাইকচাইলে বিধবা রহিমা খাতুনকে স্বামীর ভিটে থাকতে বাধা দিয়ে হয়রানী করে প্রতিবেশীরা সু বিচার প্রার্থী হাসপাতালে ক্যান্সার রোগীর সফল অপারেশন সম্পন্ন বৃষ্টি হলেই তলিয়ে যায় পাকা রাস্তা যানবাহন চলাচলে চরম দূর্ভোগ সন্তান ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলেন ‘মা’ পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। 

ঝাড়ু মিছিল করছেন ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার শেয়ার করা হয়েছে।

এম রাসেল সরকার:

রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় ঝাড়ু মিছিল করেছে ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা।

ঝাড়ু মিছিল শেষে ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন হঠাৎ করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

এখন দলের সুসময়ে আগের মতোই সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীদের পর্যন্ত হুমকি-ধামকি দিচ্ছেন এবং কলেজের শিক্ষকদের ওপর হাত তুলছেন। আবার কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। অথচ ওনি আমাদের ডেমরা এলাকার কেউ না; ওনি হচ্ছেন ঢাকা-৪ শ্যামপুর কদমতলীর বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে বহুবার।

তিনি বলেন, এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিত আর এখন আমার নিজ দলের নেতাই আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এর সুষ্ঠু বিচার দাবি করছি দলের হাইকমান্ডের কাছে। দ্রুততম সময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি