কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ২৫ জানুয়ারী ২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩টায় ৩০ মিনিটে ঘটিকার সময় পাকুন্দিয়া থানাধীন পৌর ভবনের সামনে গাঁজা সেবন করেন ও জনতার সাথে বিরক্ত কর আচরণ করেন তারপর জনতায় প্রশাসন কে খবর দিলে।
পাকুন্দিয়া সহকারী কমিশনার ভূমি মো মামুন সরকার পুলিশ সহ ঘটনার স্থলে উপস্থিত হন।মোবাইল কোট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মামুন সরকার।
আসামী ১. মোঃ স্বাধীন (২০), পৌর সদর হাপানিয়া এলাকায় শহীদ মিয়া ছেলে ২০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান :২০০ টাকা সহ তাকে জনতায় তাকে আটক করে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩৬( ৫) ধারা তাকে ২মাসের জেল ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানায় এসআই সুজাত হোসেন ও কয়েকজন পুলিশ সদস্য।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন
Leave a Reply