আবু হানিফ,পাকুন্দিয়া সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন ।এতে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মামুন সরকার। পাকুন্দিয়া থানার ওসি মো সাখায়াত হোসেন , হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো হাদিউল ইসলাম হাদি , , সুখিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু, , চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন।
বক্তাগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, কিশোর গ্যাং, মাদক ও যানজট নিরসন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর গু৷ রুত্বারোপ করে,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বক্তব্য রাখেন।
সভায় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখায়ত হোসেন জানান, মাদক উপর জিরো টলারস ঘোষণা করেন, যানজট মুক্ত করতে চান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য দেন।
Leave a Reply