বাজিতপুর উপজেলা পিরিজপুর ইউনিয়নের ডুয়াইগাও এলাকার কালজয়ী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ২৭/১/২৫ইং সন্ধা ৭.০০ঘটিকা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সরারচর কাজী রয়েল টাইগার্স বনাম SoS ইউনিক ক্লাব ডুয়াইগাও। সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন ঠাকুর সাবেক সিনিয়র সহ-সভাপতি পিরিজপুর ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ আলম সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা যুবদল, উদ্ভোধক আ.স.ম আশরাফুল আলম সভাপতি আপন বাংলাদেশ ও যুগ্ম আহ্বায়ক বাজিতপুর উপজেলা যুবদল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম আহ্বায়ক বাজিতপুর উপজেলা কৃষকদল, সোহেল মাহমুদ যুগ্ম আহ্বায়ক বাজিতপুর উপজেলা যুবদল,আনিসুর খোকন সদস্য সচিব বাজিতপুর উপজেলা যুবদল,রনি ভূঁইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাজিতপুর উপজেলা সেচ্ছাসেবক দল,মাইনুল হক রিপন যুগ্ম আহ্বায়ক বাজিতপুর উপজেলা ছাত্রদল,আশরাফুল আলম লোকমান যুগ্ম আহ্বায়ক বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদল।
আমন্ত্রিত অতিথি নজরুল ইসলাম সভাপতি বাজিতপুর উপজেলা মৎস্যজীবি দল,আরফান উদ্দিন খান সহ-সভাপতি পিরিজপুর ইউনিয়ন বি.এন.পি,
শিপন মিয়া বিশিষ্ট ব্যাবসায়ী উজানচর,নজরুল ইসলাম সাবেক মেম্বার ২নং ওয়ার্ড পিরিজপুর ইউনিয়ন,বাদল ভূইয়া মেম্বার ২নং ওয়ার্ড পিরিজপুর ইউনিয়ন,জালাল মিয়া সাবেক সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড বি.এন.পি,জিয়াউল হক ভূইয়া বিশিষ্ট সমাজ সেবক,ডুয়াইগাও।
বিজয়ী হয় সরারচর কাজী রয়েল টাইগার্স একাদশ
Leave a Reply