“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২৫; তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ফৌজিয়া খান এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন; হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইশতিয়াক উজ্জল, ওসি মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব হুমায়ুন কবির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক ফৌজিয়া খান স্বাগত বক্তব্যে বলেন, আমাদের তরুণরা যদি সঠিক পথে এগিয়ে চলে তবে অপার সম্ভাবনাময় দেশ অপেক্ষা করছে আমাদের সামনে।
Leave a Reply