1. admin@alokitoshomachar.com : sh@admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নান্দাইলে ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন  গণপিটুণিতে মাদকসহ ১৫ মামলার আসামী চাক্কু শান্তর মৃত্যু হয়েছে কুমিল্লা মনোহরগঞ্জ সাইকচাইলে বিধবা রহিমা খাতুনকে স্বামীর ভিটে থাকতে বাধা দিয়ে হয়রানী করে প্রতিবেশীরা সু বিচার প্রার্থী হাসপাতালে ক্যান্সার রোগীর সফল অপারেশন সম্পন্ন বৃষ্টি হলেই তলিয়ে যায় পাকা রাস্তা যানবাহন চলাচলে চরম দূর্ভোগ সন্তান ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলেন ‘মা’ পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।  নান্দাইলে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

নান্দাইলে অবৈধ গরুর হাট বন্ধে ডিসি’র নির্দেশনা আমলে নেননি ইউএনও  

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার শেয়ার করা হয়েছে।

স্টাফ রিপোর্টার

[ অবৈধ গরুর হাটের কারনে ডাকের বাজারে ধ্বস ]

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা বাজারে প্রতি বৃহস্পতিবারে বসানো অবৈধ গরুর হাট বন্ধে অভিযোগের প্রেক্ষিতে ডিসি’র নির্দেশনা আমলে নেয়নি ইউএনও মোছা: সারমিনা সাত্তার। ময়মনসিংহ রেভিনিউ ডিপুটি কালেক্টর মোঃ সাব্বির হোসেন স্বাক্ষরিত গত ৭ জানুয়ারি ২০২৫ইং তারিখে ০৫.৪৫.৬১০০.০২৪.২৫.০৪০০.১৯-৮৯ নং স্মারকের চিঠি ইস্যু করে বিধি মোতাবেক প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারীগণ। শুধু তাই নয়, এ বিষয়ে ইউএনও ব্যবস্থা না নেয়ায় জেলা প্রশাসক সরাসরি এনডিসির মাধ্যমে কল করে ব্যবস্থা নিতে বললেও তিনি তা মানেননি। ফলে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধ গরুর হাটের কারনে এক কিলোমিটার উত্তরে চন্ডিপাশা ইউনিয়নের বাশহাটি গরুর হাট ও এক কিলোমিটার পূর্বে গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজার গরুর হাটে ধ্বস নেমে এসেছে। একটি অসাধু চক্র খাসকালেকশন ও ইজারকৃত বাশহাটি গরুর হাট প্রশাসনের সাথে আতাত করে তা বন্ধ করে দিয়ে বারুইগ্রাম চৌরাস্তা গরুর হাট বসিয়েছে। এতে করে বৃহস্পতিবার হাটের দিন মহাসড়কের দীর্ঘযানজট সহ যানবাহান ও পথাচারীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত স্থানে অবৈধ গরুর হাট বসানোর কারনে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। এছাড়া উক্ত বাজারটি সরকারি ফেরিপেরিভূক্ত বা সরকারি ইজারাকৃত ডাকের বাজার নয়। অপরদিকে ১ কিলোমিটার দূরেই বাঁশহাটি বাজার যা জেলা প্রশাসন কর্তৃক ১৯৯৫-৯৬ সনের ফেরিপেরিভুক্ত ও অনুমোদনকৃত বাজার। সেই বাজারটিকে ইজারা ডাকের আওতায় না এনে বন্ধ করে দিয়ে রাজস্ব ফাঁকি দিতে এবং স্থানীয় একটি সিন্ডিকেট দল নিজেদের পকেট ভারী করতে অবৈধভাবে বারুইগ্রাম চৌরাস্তায় গরুর বাজারটি বসায়। এ নিয়ে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মাত্র ১ কিলোমিটার দূরে সরকারী হাট থাকতেও এখানে কেন হাট বসানো হচ্ছে। জেলা প্রশাসন থেকে অবৈধ গরুর হাটটি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তা এড়িয়ে যাচ্ছেন বর্তমান ইউএনও সারমিনা সাত্তার। ঠিক একইভাবে সাবেক ইউএনও অনৈতিকভাবে লাভবান হয়ে অবৈধ হাটের বিষয়ে কোন ধরনের পদক্ষেপ নেন নি। এ বিষয়ে ইউএনও মোছা: সারমিনা সাত্তার বলেন, আমাদের অফিস চিঠি পেয়েছে। আমি কিছুদিন হয় যোগদান করেছি। একটু ধৈর্য্য ধরতে হবে। আর চিঠি অনুযায়ী সরজমিন তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি