মোঃ মিজানুর রহমান, নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়ায় খন্দকার শফিকুল হুদা স্কুলের ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অত্র স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ শামসুননাহারের পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা খন্দকার বেলাল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগন্জ সদর উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক মোঃ মিজানুর রহমান, পুলেরঘাট উপশহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন, স্থানীয় বিএনপি নেতা মোঃ ফরিদ উদ্দিন রঙ্গু,অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহরাব উদ্দিন প্রমুখ।এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অত্র স্কুলের প্রতিষ্ঠাতা খন্দকার বেলাল তার বক্তৃতায় অভিভাবক ও সকলকে উদেশ্য করে বলেন আপনার সহযোগিতা করলে আগামী বছর থেকে নবম শ্রেণি পর্যন্ত চালু করব।বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply