1. admin@alokitoshomachar.com : sh@admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা মনোহরগঞ্জ সাইকচাইলে বিধবা রহিমা খাতুনকে স্বামীর ভিটে থাকতে বাধা দিয়ে হয়রানী করে প্রতিবেশীরা সু বিচার প্রার্থী হাসপাতালে ক্যান্সার রোগীর সফল অপারেশন সম্পন্ন বৃষ্টি হলেই তলিয়ে যায় পাকা রাস্তা যানবাহন চলাচলে চরম দূর্ভোগ সন্তান ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলেন ‘মা’ পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।  নান্দাইলে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ‘নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না’ রূপগঞ্জে হবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর দখল-দূষণে পাখিরাও হুমকির মুখে

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার শেয়ার করা হয়েছে।

মোঃ শাহজাহান সাজু কিশোরগঞ্জ প্রতিনিধি:

প্রতিবছর শীত মৌসুমে কিশোরগঞ্জ শহর বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদী তীরে দেখা মেলে বাহারি রকমের অতিথি পাখিদের। পাখিগুলো নদীর পাড়কে সারাক্ষণ মুখরিত করে রাখে। দলবেঁধে পাখিগুলো যখন আকাশে ওড়ে, তা দেখে মন ভরে যায় প্রকৃতিপ্রেমীদের। অন্যান্য বছরের ন্যায় এ বছর অতিথি পাখির সংখ্যা বাড়লেও নরসুন্দা নদী দখল আর দূষণে অভয়ারণ্য হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে আগের মতো অতিথি পাখিদের পরিস্কার পানিতে ডুব-সাঁতার কাটতে দেখা মিলছেনা। সঠিক ব্যবস্থাপনার অভাবে অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সাংবাদিক রায়হান জামানের সঙ্গে কথা বললে তিনি বলেন, প্রতিবছর শীত মৌসুমে আমাদের জেলা শহরের মুক্তমঞ্চ এলকায় নরসুন্দা নদীর আশপাশে এই অতিথি পাখিদের বিচরণ দেখতে পাওয়া যায়। শীতের শুরুতেই ওরা আসে ঝাঁকে ঝাঁকে। নানা রংয়ের অতিথি পাখির কোলাহলে মুখরিত হয় নদীপাড়। কিন্তু নরসুন্দা নদী কচুরিপানার দখলে থাকায় পানি দূষণে ভিনদেশ থেকে আসা পাখিরা বিপাকে পড়েছে। তাই অতিথি পাখিদের আপ্যায়নে মুক্তমঞ্চের কিছুটা অংশ পরিস্কার করলে অতিথি পাখিদের ডুব-সাঁতার কাটতে সুবিধা হবে। প্রকৃতিপ্রেমীরাও পাখিদের ডুব-সাঁতার কাটা উপভোগ করতে পারবে। এ বিষয়ে গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পরিবেশবাদী অধ্যাপক মো. রেহাস উদ্দিন জানান, পরিযায়ী পাখিদের এ অভয়ারণ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি। গত বছর আমি নিজ উদ্যোগে মুক্তমঞ্চের কিছু অংশ পরিস্কার করেছিলাম। সেখানে পাখিরা ডুব-সাঁতার কাটতে পারতো। এবার আর সেই ব্যবস্থা নেই। দখল ও দূষণমুক্ত করে অতিথি পাখিদের জন্য নরসুন্দাকে নিরাপদ আশ্রয় গড়ে তোলতে প্রশাসনে কাছে দাবি জানাই। গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন দাবি করেন অন্য বছরের তুলানায় অতিথি পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ কচুরিপানার কারণে অনেকেই বরশি ও জাল দিয়ে মাছ ধরতে আসতে পারতেছে না। তাই পাখিরাও ওই সমস্যা থেকে মুক্ত হয়ে কচুরিপানার থেকে খাবার গ্রহণ ও এখানেই ডিম পাড়তে পারছে। তবে মুক্তমঞ্চের কিছুটা অংশ পরিস্কার করলে অতিথি পাখিদের ডুব-সাঁতার কাটতে সুবিধা হবে। প্রকৃতিপ্রেমীরাও পাখিদের ডুব-সাঁতার কাটা দেখে উপভোগ করতে পারবে। অতিথি পাখিরা শুধু নরসুন্দার মুক্তমঞ্চের সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, নরসুন্দা নদী নিয়ে পরিকল্পনা ও সমীক্ষার কাজ চলমান রয়েছে। এ সমীক্ষার ভিত্তিতে খুব শিগগিরই প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হবে। আর ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে নরসুন্দা নদীতে পানি প্রবাহ ফিরে আসবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি