আফজালুর রহমান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি:
হোসেনপুর ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধায় এই জরিমানা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ রাজু মিয়া (৩০)। উপজেলা চর বিশ্বনাথ পুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। এসময় আরো তিনজনকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়; সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। আর বালু ব্যবসায়ী রাজু মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা বলেন,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় এ অর্থদণ্ড করা হয়। তিনি আরো বলেন, বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোন অবস্থাতেই অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না ।
Leave a Reply