আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:
“পড়ব বই গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারন করে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে আজ ৫ ফেব্রুয়ারি বুধবার, সকাল ১০ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পাবলিক লাইব্রেরি চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। দিবসটি পালন উপলক্ষে র্যালি শেষে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজী জাফর আলী ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ও লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পাবলিক লাইব্রেরির সভাপতি মো. বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও লাইব্রেরির কোষাধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন মডার্ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. নেকবর আলী, জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক ও লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য মো. নাদিমুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির উপজেলা শাখার সভাপতি ও লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য কবি গোলাপ আমিন, নজরুল সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী মানিক, লাইব্রেরির গ্রন্থাগারিক মুহাম্মদ রবিন সরকার, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয়, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ক. ম. মুহিব্বুল্লাহ বচ্চন, আরটিভির জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রাজন সরকার, আলোকিত সমাচারের উপজেলা প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক দিলীপ রবিদাস, শিমুল ইউসুফ প্রমুখ।
তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply