1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

কিশোরগঞ্জে হত্যাকারীর বিচার ও প্রাণনাশের হুমকিদাতাদের বিচারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার শেয়ার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের অফিসের সামনে হুমায়ুন হত্যা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থা ভাজন ডা: সজিবের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগে ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

গতকাল সকাল ১১ টার সময় কিশোরগঞ্জ জেলা সদর বরখানা এলাকার মৃত জাবেদ আলী ছেলে বাচ্চু মিয়া তাদের পরিবারের লোকজনকে নিয়ে এ মানববন্ধন কর্মসূচি করেন। ভুক্তভোগীরা জানান, একই এলাকার ডাঃ সজিবুল ইসলাম সজিব (৪৫), পিতা- মৃত সাহাব উদ্দিন, মোঃ মাসুদ মিয়া (৪২), পিতা- মৃত সুলতান মিয়া, রুপন মিয়া (৪৬), পিতা- মৃত ওয়াহেদ মিয়া,মোস্তফা মিয়া (৫৮), পিতা- মৃত হেলিম মিয়া, মোঃ স্বপন মিয়া (৩৬), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সুবল মিয়া (২৮), পিতা-মাজহারুল উদ্দিন ওরফে (মঞ্জু), মোঃ রবিন মিয়া (৪০), পিতা- মৃত ফারুক মিয়া, সর্বসাং- বড়খাপন, মোঃ সুজন মিয়া (৩৮), পিতা- মৃত আঃ হাই, সাং- বাদে মাইজখাপন, সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জ, ডা: সজীব গংরা পরধনলোভী, সন্ত্রাসী, খুনি ও গুন্ডা প্রকৃতির একদলভূক্ত লোক । আমাদেরকে নিরীহ পাইয়া দীর্ঘদিন যাবৎ নানাভাবে অত্যাচার-উৎপীড়ন করিয়া আসিতেছে এবং একের পর এক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া হয়রানী করিতেছে এবং আমাদের জমি জমা ও বাড়ি ভিটা জবর দখল করার পায়তারা করিতেছে। ইতিপূর্বে ডাঃ সজিবুল ইসলাম সজিব তাহার সঙ্গীয় লোকজন দ্বারা আমাদের বিরুদ্ধে সি.আর মামলা নং- ৫৪৪ (১) ২০২১, ধারা- ৪৪৭/৩৭৯/৩৪ দঃ বিঃ এবং সি.আর মামলা নং- ৪৯২ (১) ২০২১, ধারা- ৪৪৭/৩২৩/৫০৬ দঃ বিঃ। উভয় মামলা হইতে আমরা খালাস প্রাপ্ত হইয়াছি। পরবর্তীতে ডাঃ সজিবুল ইসলাম সজিব বাদী হইয়া আমাদের বিরুদ্ধে আরেকটি সিথ্যা মামলা দায়ের করে যাহার নং- ২০০/২০২৩, ধারা- ৩৪১/৩২৩/৩৮৫/৩৮০ দঃ বিঃ যাহা বর্তমানে তদন্তাধীন আছে। তাহাদের অত্যাচারে অতিষ্ট হইয়া আমি ও আমার ভাই বাদী হইয়া দুইটি ফৌঃ কাঃ বিঃ ১০৭ ধারার মামলা করি, যাহার মামলা নং- ১৬২/২০২২ ও ৩২৩/২০২৩। উক্ত মামলায় উল্লেখ আছে যে. উল্লেখিত বিবাদীগণ আমাদের সহায়-সম্পত্তি গ্রাস করার জন্য পায়তারা করিতেছে এবং খুন জখম করার হুমকি প্রদর্শন করিতেছে। উল্লেখিত আসামীগণ পূর্ব শত্রুতার জের হিসেবে একই উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে বিগত ইং ১০/১০/২০২৩ তারিখ বেলা অনুমান ১২.৪৫ ঘটিকার পর হইতে ১১/১০/২৩ তারিখ বেলা অনুমান ২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় আমার নিরীহ ছেলে মোঃ হুমায়ুন (২২) কে নির্মম ও নৃশংস ভাবে হত্যা করিয়া কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন বড়খাপন সাকিনস্থ আমাদের বাড়ীর সংলগ্ন আসামী ডাঃ সজিবুল ইসলাম সজিব এর পুকুরে ফেলিয়া রাখে। এই ব্যাপারে আমি বাদী হইয়া কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করি। যাহা কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-১৭(১০) ২০২৩। উক্ত মামলার আসামীগণ অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আমার ছেলেকে খুন করিয়া এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা ও উল্লাস করিতেছে এবং জামিন পাইয়া মামলা উঠাইয়া নেওয়ার জন্য আমাকে খুন জখমের হুমকি দিচ্ছে। তারা লোক মুখে প্রকাশ করিতেছে যে, মামলা না উঠাইলে ছেলের মত আমাকে ও আমার পরিবারের লোকজনকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। উল্লেখ্য যে, ইতিপূর্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের সাথে আসামী ডাঃ সজিবুল ইসলাম সজিব এর সখ্যতা রয়েছে মর্মে ছবি প্রদর্শন করে এবং থানাকে ম্যানেজ করায় খুনের মামলার আসামী হওয়া স্বত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। অদ্যাবধি খুনের মামলার চার্জশীট প্রদান করেন নাই। উল্লেখ্য যে সম্প্রতি রাজনৈতিক পালা বদলে ডাঃ সজীব ষড়যন্ত্র করে আমাকে রাজনৈতিক মামলার কটিয়াদী উপজেলার আসামী করেছেন। মামলা নং- ৫৭১/২০২৪। এভাবে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে এমন কি সে একজন প্রতিবন্ধী, একজন ভিক্ষুক ও পাগলকেও মামলার আসামি করছে । গত রবিবার ০৯/০২/২০২৫ ডাঃ সজীব তার লোকজন নিয়ে আমাকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা: সজিব বিভিন্ন মানুষের জমি থেকে জোর পৃর্বক ২০-৩০ লাখ টাকার মাটি কেটে নিয়ে গেছে এমনকি অনেকের জমি দখল করেছে।

কিশোরগঞ্জ পুলিশ সুপারসহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ ও হুমায়ুন হত্যার ঘটনায় জড়িয়ে থাকা সকলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে দাবি জানান।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি