1. admin@alokitoshomachar.com : sh@admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সন্তান ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলেন ‘মা’ পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।  নান্দাইলে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ‘নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না’ রূপগঞ্জে হবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি ৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি করা জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আ’লীগের ব্যানারে মিছিল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার শেয়ার করা হয়েছে।

মোঃ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি।

নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট (N.D S.S.P) পাকুন্দিয়া উপজেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।

স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট (N.D.S.S.P) নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট (N.D.S.SP) সভাপতি সৈয়দ জাকির হোসাইন মাহফুজ জানান “নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট । এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্তমানবতার সেবায়।

এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২২সালের ফেব্রুয়ারি মাসে সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ” নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট “জয় হোক রক্ত দাতা” এই স্লোগানকে বুকে ধারণ করে নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট পদযাত্রা শুরু আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃডাঃমোঃজিয়া উদ্দিন টিটু ডেন্টাল সার্জন পুলেরঘাট পি জি মেডিকেল সেন্টার। প্রধান অতিথিঃডাঃমোঃনূরে -এ আলম খান -উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাকুন্দিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ *জনাব মোঃআমজাদ হোসেন প্রধান শিক্ষক কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়। জনাব মোঃমুনাইমুল হক, অধ্যক্ষ তাসলিমা মেমোরিয়াল কলেজ। জনাব সাদেক মোঃআরাফাত খাঁন ব্যবস্থাপনা পরিচালক, হোসেন ডায়াগনস্টিক সেন্টার কিশোরগঞ্জ। জনাব মোঃফারুক আহমেদ, পরিচালক আহমেদ বিদ্যানিকেতন । এছাড়াও উপস্থিত ছিলেনঃ মোঃসোহেল রানা শরীরচর্চা শিক্ষক কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়।সাংবাদিক মোঃমিজানুর রহমান,সহসভাপতিঃপাকুন্দিয়া প্রেসক্লাব। মোঃসুমন মিয়া (সাংবাদিক)সভাপতি, পুলেরঘাট সমাজসেবা ফাউন্ডেশন। ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামজিক সংগঠনের টিম লিডাররা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে প্রায় ৩০ টি সামাজিক সংগঠনের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে ক্রেষ্ট বিতরন করা হয়

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি