আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা হলরুমে সকাল সাড়ে ১১ঘঠিকা আলোচনা সভায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,মোঃ মামুন সরকার, ভারপাপ্ত নিবাহী,অফিসার পাকুন্দিয়া,এতে বক্তব্য রাখেন মোঃ সাখাওত হোসেন, অফিসার ইনচার্জ পাকুন্দিয়া,থানা।
মোঃ যুবাইত হোসেন, উপজেলা প্রকৌশলী, পাকুন্দিয়া উপজেলা, পাকুন্দিয়া পৌর সভায় সাবেক, ভারপাপ্ত মেয়র, আঃ কদ্দুস,মোঃ আফসার উদ্দিন (মানিক) প্রধান শিক্ষাক পাকুন্দিয়া সরকারি স্কুল, মোঃ মাজহারুল হক (উজ্জ্বল,) আহব্বায়ক পাকুন্দিয়া উপজেলা ছাএদল, সাংবাদিক আবু হানিফ প্রমুখ ।
Leave a Reply