1. admin@alokitoshomachar.com : sh@admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না’ রূপগঞ্জে হবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি ৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি করা জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আ’লীগের ব্যানারে মিছিল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান বিচারকদের অন্যায় করার কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা কলেজ ছাত্র হত্যার কথা স্বীকার করে ফেসবুক পোস্টে যুবকের আত্মসমর্পণ  হোসেনপুরে পত্রিকা হকার দম্পত্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা

বাজিতপুরে একটি ব্রীজের অভাবে হাজার হাজার মানুষের নৌকায় পারাপার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার শেয়ার করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান,

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত একটি জনপদ বলে জানান স্থানীয়রা। কালের সাক্ষ্য বহনকারী মেঘনা ও ঘোড়াউত্রা নদীর তীরে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল এটি। উপনিবেশ আমলে এই ইউনিয়নের উপর দিয়েই বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। প্রায় ২২ বর্গ কি.মি. আয়তনের মাইজচরে মোট জনসংখ্যা রয়েছে প্রায় বিশ হাজার। ১০ টি গ্রাম নিয়ে ইউনিয়নটি গঠিত। উপজেলার দিলালপুর ইউনিয়নের দিলালপুর বাজার ঘাট এলাকা দিয়ে নৌকা যোগে পারাপার হয়ে মাইজচরে যেতে হয় স্থানীয়দের। মাত্র দুই মিনিট সময় লাগে পার হতে নদীটি। নৌকায় ভাড়া দিয়ে প্রতিদিন চলাচল করছে স্থানীয়রা। ছোট্ট একটি ব্রীজ নির্মাণ করা হলেই দিলালপুর হয়ে উপজেলা সদরের সাথে শুষ্ক মৌসুমে সহজে স্থল পথে সিএনজি, অটো বা অন্যান্য যানবাহন যোগে যাতায়াত করতে পারতো হাজার হাজার মানুষজন। কৃষি পণ্যসহ সব ক্ষেত্রেই যোগাযোগ ও উন্নয়নের একটি মাইলফলক হতে পারতো এ জনপদটি।

স্থানীয় বাসিন্দারের সাথে কথা বলে জানা যায়, নৌকা দিয়ে পার হতে গেলে দু’মিনিটের রাস্তা ১০ থেকে পনেরো মিনিট সময় নেয় নৌকা সিন্ডিকেট ব্যবসায়ীরা। মোটর সাইকেল নিয়ে পার হতে গেলে অতিরিক্ত ১০ থেকে ২০ টাকা গুণতে হয়। প্রতিদিন এভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট।

আক্ষেপ করে একজন বাসিন্দা বলেন, কত জায়গায় রাস্তা নেই অথচ ব্রীজ নির্মাণ করে সরকারি টাকা লুটপাট করেছে জনপ্রতিনিধি ও অসাধু ব্যক্তিরা। আর এখানে ছোট্ট একটি ব্রীজ হলেই এ এলাকার লোকজন স্থলের সাথে সংযুক্ত হতে পারতো।

এ বিষয়ে বক্তব্য নেওয়া যায়নি ইউনিয়নটির চেয়ারম্যান তাবারক মিয়াজীর। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানান স্থানীয়রা। তবে মৌখিকভাবে দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান -১ আলী আকবর জানান, দিলালপুর হয়ে মাইজচরে যেতে হলে নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। এটি দীর্ঘদিনের সমস্যা। একটি ব্রীজ নির্মাণে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি