
কুরআন, কাবা , মদিনা-শাহ্ সূফী এনামূল হক
মোহাম্মদ রুস্তম আলী,স্টাফ রিপোর্টার
এই তিন শরীফ ছাড়া আর কিছু ছিল না।।
কাজের কাজ যা হবার
এই তিন শরীফের হবে দরকার।
যে চিনিবে তিন শরীফ
রুহু আল্লাহ জাগ্রত হবে
হবে নিশ্চয়ই কুরআন কাবা মদিনা।
তিনের সাথে নাম না থাকিলে
এ জগতে মানুষ চেনা যাবে না।
মোমেন হলে নাই জানা
নবী চিনতে যাদের মানা ।
আল্লাহ পাকের পাক জবানে
লিখেছেন নাম আল-কুরানে।
বন্ধু বলে ডাকলেন ধ্যান করিলে
আল্লাহর নিজ শুরতে ।
নবীজির দোহাই না দিলে
মসজিদে আজান হয় না
তবু মুনাফেক মোল্লা কয় না।
নবী আমার নূরের নবী
নুর তাজাল্লী ধ্যানের ছবি।
ওই নাম মুখে নিলে
অন্তরেতে শান্তি মিলে।
নাম দরিয়া ডাকলে তারে
ডাকতে হবে কইল মা দরে।
স্বয়ং আল্লাহ ডাকছেন যে নাম
ওই নামেতে সেজদা রাখিলাম।
মামুদ আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ
কলমা পড়ে মানুষ হয়ে যে
সেই কলিমার নাম হইলো
লা ই লাহা ইল্লাল্লাহু —–
মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ।
জিকির হইল আল্লাহর নাম
নবীর নামে করিলে ধ্যান
বাড়বে তোমার অন্তরে জ্ঞান।
যেই নাম বিনে গতি নাই
সেই নামে খুশি হয় সাঁই রাব্বানা।
Leave a Reply