সোহেল কবির, স্টাফ রিপোর্টার
ইটভাটায় মোবাইলকোর্ট, জরিমানা,ভাংচুর ও বন্ধের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রূপগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।
বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে মাননীয় প্রধান উপদেষ্টা, ও উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইটভাটা প্রস্তুতকারী সমিতি সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাষ্টার , সদস্য শামসুল আলম, জহিরুল ইসলাম, বুলবুল, শরীফ মিয়া, জাকির হোসেনসহ রূপগঞ্জের বিভিন্ন ইটভাটার মালিকগন।
এসময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্যরা বলেন, তারা বিগত ৩৫ থেকে ৪০ বছর ধরে প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সব অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে আসছে । দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করে। যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত।
বর্তমানে এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজাগ ইটভাটার সমস্যা সমাধান হচ্ছে না।
আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা
বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারা যেন আমাদের বিষয় গুলো বিবেচনা করে দ্রুত এ সমম্যার সমাধান করেন।
Leave a Reply