1. admin@alokitoshomachar.com : sh@admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না’ রূপগঞ্জে হবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি ৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি করা জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আ’লীগের ব্যানারে মিছিল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান বিচারকদের অন্যায় করার কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা কলেজ ছাত্র হত্যার কথা স্বীকার করে ফেসবুক পোস্টে যুবকের আত্মসমর্পণ  হোসেনপুরে পত্রিকা হকার দম্পত্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা

শেরপুরে বস্ত্র দোকান কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬৩ বার শেয়ার করা হয়েছে।

মোঃ সাইদুর রহমান আপন শেরপুর সংবাদদাতা

শেরপুর জেলা শহরের বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪৫৯৯ এর অন্তর্ভুক্ত সকল নেতা ও শ্রমিক সদস্যরা জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৪ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সকল বস্ত্র দোকানে তারা কাজে যোগদান থেকে বিতরণ থাকবে।

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ৫০% অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান ও হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের পূজা উপলক্ষে অনুরূপ বোনাস প্রদান , শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালিন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দগণ বলেন, বিগত ১৬ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং বস্ত্র দোকান মালিক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সুরাহা করার আশ্বাস দেয়ার পরেও তাদের কোন দাবি মেনে নেয়নি শহরের বস্ত্র দোকান মালিকগণ। তাই দীর্ঘদিন পর এসব দোকানের কর্মচারী শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। যদি তাদের দাবি মানা না হয় অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে এমনটাই হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার, সহ-সভাপতি শ্রী শিপলু চন্দ্র , শ্রী কার্তিক পাল, শ্রী কৃষ্ণ সাহা, শ্রী মলয় সরকার, শ্রী দিপস্কর সাহা, মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অপু চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল মিয়া, শ্রী অজয় কর্মকার, মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রূপম সাহা, শ্রী তাপশ সাহা, মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শ্রী গৌতম সাহা, প্রচার সম্পাদক শ্রী মনোরঞ্জন বর্মণ, সহ-প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, দপ্তর সম্পাদক শ্রী চন্দন কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য মোঃ বারেক রানা, শ্রী খোকন চন্দ্র দে, মোঃ রাসেল মিয়া, শ্রী সুব্রত কর্মকার, মোঃ মিল্লাত, মোঃ সামিদুল মিয়া, শ্রী সুভীর বসাক, মোঃ রফিকুল ইসলাম, শ্রী আকাশ চৌধুরীসহ বিভিন্ন দোকানের কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি