মাহবুবুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
“সিয়াম সাধনায় আত্মসংযমী হই, আসুন মানবতার হাত বাড়াই, একে অন্যের পাশে দাড়াই” এ মহান ব্রতকে লালন করে পবিত্র মাহে রমজান উপলক্ষে কটিয়াদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘‘ আমরা-৫১ ’’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) বিকালে আমরা-৫১ এর সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে কটিয়াদী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভুঞা সবুজ, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ উত্তম কুমার সেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, আমরা-৫১ এর নির্বাহী সভাপতি জনাব এ.কে.এম ফখরুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, নির্বাহী সম্পাদক নজরুল ইসলামসহ আমরা ৫১’র সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী সভাপতি এ.কে.এম ফখরুল আলম বলেন, সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।
আমরা ৫১’ এর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আমরা মানবতার পাশে থেকে শিক্ষক সমাজের পারস্পারিক সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়তে চাই। আসুন আমরা শিক্ষক সমাজ একে অন্যের পাশে দাড়াই।
Leave a Reply