বাজিতপুর প্রতিনিধিঃ
বাজিতপুর উপজেলা মৎস্যজিবি দলের ইফতার মাহফিলে মাহফিল হামলার বিচার এর দাবিতে সংবাদ সম্মেলন করেছে মৎস্যজিবিদল বাজিতপুর উপজেলা সাধারণ সম্পাদক কাউসার হোসেন।
আজ বেলা শরিষাপুর জুম্মাপুর এলাকায় মৎস্যজিবি দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতি ছিলেন বাজিতপুর উপজেলার মৎস্যজিবি দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ মানিক,মেহেদী হাসান রয়েল যুগ্ম সাধারণ সম্পাদক বাজিতপুর উপজেলা,
সরারচর ইউনিয়ন মৎস্যজিবি দল সভাপতি কাদির মিয়া।
কাউসার হোসেন লিখিত বক্তব্য বলেন গতকাল ১৩ই মার্চ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরারচর ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করে মৎস্যজিবি দল সরারচর ইউনিয়ন শাখা। এই ইফতার মাহফিলে হঠাৎ আক্রমণ করে সরারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ সুমন ও বাজিতপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক এম আবুল খায়ের এর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা করেছে।
তিনি অভিযোগ করে বলেন গতকাল ইফতার মাহফিলের মতো একটি পবিত্র আয়োজনে যারা হামলা ও ভাংচুর করেছে। এই সময় তিনটি মোবাইল চিনিয়ে নিয়েছে।এবং সাতটি মটর সাইকেল ২শত চেয়ার ভাংচুর করা হয়েছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান দুই লক্ষ টাকা।
যারা হামলা করেছে তাদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসন প্রতি দাবি করেন।
Leave a Reply