বিশেষ প্রতিবেদন :
নারায়ণগঞ্জের রুপগঞ্জ ইউনিয়ন এর মাইছপাড়া গ্রামে আজ সকাল ৬:৩০ মিনিটে সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার মা সৈয়দা লুৎফর নেছার বিরুদ্ধে অন্যর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায় আওয়ামী লীগ এর আমল থেকেই সৈয়দ সিরাজুল ইসলাম ও সৈয়দ রফিকুল ইসলাম ছোট বোন সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার ক্ষমতা দেখিয়ে এলাকার বিভিন্ন লোকের জমি জোড় জুলুম করে দখল করে রেখেছেন।
এমনি এক ভুক্তভোগী রাশেদুল আলম বাবু বলেন, আমি বায়না সূত্রে এই জমি ক্রয়করে সাইনবোর্ড দিয়ে রাখেছি দীর্ঘ দিন যাবত।
আজ ভোর ৬:৩০ মিনিটের দিকে ভাইস চেয়ারম্যান নীলার মা সৈয়দা লুৎফর নেছা এবং নীলার বড় ভাই সৈয়দ রফিকুল ইসলাম বকুল দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে জমিতে থাকা সাইনবোর্ড তুলে ফেলে দেয় এবং সাইনবোর্ড তুলতে বাধা দিলে সে হাত কেটে ফেলবে বলে হুমকি দেয়।এমন্ত্য অবস্থায় এলাকার লোকজন নিয়ে আমি নিজের জীবন ও জমি রক্ষার্থে সাংবাদিক সম্মেলন করি।
Leave a Reply