1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে  হোসেনপুরে আগুনেপুড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও কাজি নাহিদ ইভা বরগুনার সূমী মহিলা মাদ্রাসায় গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে আড়াই বছরেও সন্ধান পায়নি আত্মীয় স্বজন বিগত আমলে টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই-সৈয়দ তাহসিনুল হক চীনা হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নীলফামারীবাসীর পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় নকলের দায়ে একজন বহিষ্কার নান্দাইলে মাদক, জুয়া ও ইভটিজিং রোধকল্পে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

ঈদের ছুটিতে বাড়ি ফিরলো এসআই কবিরের লাশ আত্মীয় স্বজনদের সাথে হলোনা ঈদ উদযাপন 

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৪ বার শেয়ার করা হয়েছে।

মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়-স্বজনদের সাথে ঈদ উদযাপন করার কথা ছিলো এসআই ফজলুর রহমান কবিরের। শুক্রবার (২৮ মার্চ) বাড়িতে ফিরেছেন ঠিকই তবে লাশবাহী ফ্রিজিং গাড়ীতে করে লাশ হয়ে। গাড়িতে তাঁর লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজন সহ প্রতিবেশী। এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে। জানাগেছে, এসআই ফজলুর রহমান কবির নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের মৃত শুনু মিয়ার কনিষ্ঠ পুত্র। ২০০৬ সালে পুলিশের কনস্টেবলপদে যোগাদান করেন কবির। এরপর পদোন্নতি পেয়ে সহকারি উপ-পরিদর্শক (এএসআই)ও ৬ বছর পূর্বে উপ পরিদর্শক (এসআই) হন। বর্তমানে ঢাকার কাছে সাভার থানায় এসআই হিসাবে কর্মরত ছিলেন। স্ত্রী মেঘলা, মেয়ে আয়াত (৩) ও ছেলে আলভি (১৮ মাস) সহ মা শরবানুকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করতেন তিনি। তবে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করতে শুক্রবার বাড়িতে আসার কথাছিল। কিন্তু গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভার থানা এলাকায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি ভ্রাম্যমান আদালতে অন্যদের সাথে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালন শেষে দুপুর ২ টার দিকে স্থানীয় একটি পেট্রোল পাম্পে রাখা তাঁর বাইকটি নিয়ে থানায় ফেরার পথে বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মারাত্বক ভাবে আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৫ টা ২০ মিনিটে শ্যামলীর একটি স্পোশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর সমস্ত আনুষ্ঠানিকতা শেষে সাভার থানার পাঁচজন পুলিশ লাশবাহী একটি ফ্রিজিং গাড়িতে করে লাশ নিয়ে ওই দিন শুক্রবার ভোরে কবিরে গ্রামের বাড়িতে পৌছে। সিভিল এভিয়েশনে কর্মরত নিহত কবিরের বড় ভাই হারুন অর রশিদ জানান, সাভার থানা পুলিশ সাথে সাথেই তাদেরকে ঘটনাটি জানিয়েছে। তিনি জানান, সবাই এসেছে তবে আমার আদরের ছোট ভাইটি লাশ হয়ে ফ্রিজিং গাড়িতে করে-এ কথা বলেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। কবিরের বাড়িতে আগত সাভার থানায় কর্মরত এ.এস.আই নেসার উদ্দিন জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি )আনোয়ার হোসেন জানান, জানাজায় অংশ গ্রহন সব ধরনের সহযোগিতা করতে এসআই সালামের নেতৃত্বে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি