1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে অটোরিক্শার ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ২ কিশোরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুঃ বৈষম্যবিরোধী নেতার কাছে ‘জিলাপি’ খেতে চাওয়া সেই ইটনা থানার ওসি প্রত্যাহার রূপগঞ্জের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোরগঞ্জে অভিযুক্ত আটক বাজিতপুর কলেজ ছাত্রদল এর উদ্যোগে এস.এস.সি পরিক্ষার্থীদের পানি ও শরবত বিতরণ করা হয়েছে নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা অস্ত্রের মুখে ভাংচুর ও লুটপাট আহত ১ বাজিতপুরে ইজারাদার ব্যতীত প্রভাবশালী মহলের বাজার নিয়ন্ত্রণের অভিযোগে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিন ব্যাপী লোকজ মেলা উদ্ভোধন নান্দাইলে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পাকুন্দিয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে বড় পরিবর্তন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯ বার শেয়ার করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অ্যাপটির ভিডিও কলে পরিবর্তন আসছে। অত্যন্ত প্রয়োজনীয় ফিচারটি জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে ভিডিও কলের সময় ব্যবহারকারীদের আরও বেশি বিকল্প দেবে। লেটেস্ট এই আপগ্রেড কিন্তু গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে চলেছে। বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা ক্যামেরা-ফ্রেন্ডলি নন কিংবা যারা স্মার্টফোনে কলের জবাব দিতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

হোয়াটসঅ্যাপ ভিডিও কল সংক্রান্ত নোটিফিকেশন না থাকা সত্ত্বেও হ্যান্ডসেটের ফ্রন্ট ক্যামেরা আপনা-আপনিই অন হয়ে যায়। আর ক্যামেরা বন্ধ করে কলটি গ্রহণ করার উপায় নেই। একমাত্র উপলব্ধ উপায় হল, প্রথমে কল গ্রহণ করা এবং তারপর মেন্যু থেকে ক্যামেরাটি বন্ধ করে দেওয়া। কখনও কখনও ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে তখন, যখন তারা তাদের স্মার্টফোনে অযাচিত অথবা অপ্রত্যাশিত ভিডিও কল গ্রহণ করতে চাইছেন না।

অ্যানড্রয়েড অথরিটি থেকে জানা যাচ্ছে যে, এখন একটি প্রধান ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা কল গ্রহণ করার আগেই ক্যামেরা অফ করে দেওয়ার বিকল্পটি পাবেন। অ্যানড্রয়েড ২.২৫.৭.৩-এর জন্য বিটা অ্যাপের এপিএকে আপডেটে এটি দেখা গিয়েছে।

তবে এই ফিচারটি পুরোপুরি ভাবে এখনও ব্যবহারকারীরা পাচ্ছেন না। পরে পেয়ে যাবেন। এটি সেই অপশন প্রদান করবে, যেখানে বলা হবে যে, ‘Turn off your video’। আর এটি ভেসে উঠবে তখন, যখন ডিভাইসে কোনও ভিডিও কল আসবে।

এর ফলে ব্যবহারকারীরা কল ধরার আগেই ফ্রন্ট ক্যামেরা অফ করে দিতে পারবেন। অর্থাৎ ভয়েস-অনলি মোডেও গ্রহণ করা যাবে কল। যখন ক্যামেরা অফ থাকবে, তখন এটাও ভেসে উঠবে যে, ‘Accept without video’। ফলে ভিডিও কলটি ব্যবহারকারী ধরলেও তাঁকে দেখতে পাবেন না অন্য প্রান্তে থাকা মানুষজন।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, কল চলাকালীন মাঝামাঝি সময়ে ‘Turn on your video’ অপশনও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। যদি খুব শীঘ্রই এই ফিচার রোল-আউট শুরু হয়, তাহলে এই ফিচারটিকে সিকিউরিটি আপগ্রেড হিসেবে ধরা হবে। বলা ভাল, গোপনীয়তা মজবুত হবে। সেক্সটরশনের একাধিক অভিযোগের মাঝেই এই ফিচারের কথা প্রকাশ্যে এল।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি