আফজালুর রহমান উজ্জ্বল : বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্মপাদক বীরমুক্তিযোদ্ধা নাজমুল আলম (অবঃ) পেশকার এর নিজস্ব অর্থায়নে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ ও নবীনদের সহ প্রায় ২৫০ জন নেতা কর্মীকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় গোবিন্দপুর চৌরাস্তা বাজারে নিজ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।এসময় উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাজমুল আলম পেশ কারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্না আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, সিদলা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, বিএনপি নেতা আক্তারুজ্জামান পল্টু,বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম নয়ন সহ স্থানীয় বিএনপির নেতা কর্মী গন। অনুষ্ঠানে উপস্থিত সকল কে উদ্দেশ্যে করে সভাপতি বলেন, আমার এই ক্ষুদ্র ঈদ উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে ধন্য মনে করছি । সবশেষে উপস্থিত সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং জুলাই আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
Leave a Reply