মাহবুবুর রহমান
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক’র নির্দেশনায় সারাদেশের ন্যায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকালীন সময়েও সকল জরুরি সেবা চালু রয়েছে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ খুব সহজেই স্বাস্থ্য সেবা গ্রহণ করছেন। নরসিংদী জেলার উপপরিচালক শেখ শাহিদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং মনোহরদী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগনের ঐকান্তিক প্রচেষ্টায় এ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষ করে গত ২৮ মার্চ ২০২৫ থেকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ০১টি এমসিএইচ ইউনিট এবং ০১ পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক হতে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক প্রসব সেবা, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, ০-৫ বছর বয়সী শিশু সেবা এবং কিশোর কিশোরীদের বয়ঃসন্ধীকালীন সেবা প্রদান করা হচ্ছে।
এবিষয়ে চরমান্দালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ তাসলিমা আক্তার জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঈদের ছুটিতেও আমরা সেবা কার্যক্রম চালু রেখেছি। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশি এই ছুটিতে আমার কেন্দ্রে ০৩টি নরমাল ডেলিভারি সার্ভিস দেওয়া হয়েছে। ছুটির সময়ে সেবা পেয়ে এলাকাবাসী অনেক খুশি।
Leave a Reply