সাহারিয়া, রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় পিস্তল ও ম্যগাজিনসহ বায়েজিদ (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ – গন্ধর্বপুর সড়কের গাজী পাইপ কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ বায়েজিদ (১৪) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত বায়জিদ উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার শফিকুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রূপগঞ্জ থানা পুলিশ প্রতিদিনের ন্যায় গন্ধর্বপুর কর্ণগোপ সড়কের টহল দেয়। বায়েজিদ পুলিশের টহল গাড়ি দেখে দৌড় দেয়। পরে পুলিশ বায়েজিদকে আটক করে । তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply