সাহারিয়া রূপগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরাব এলাকায় ফুলকলি ফ্যাক্টরীর সামনে আজ ০৮/০৪/২০২৫ইং মঙ্গলবার দুপুর ০১ ঘটিকার সময় সড়ক দূর্ঘটনা হয়। সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কুরিয়ারের আনোয়ার হোসেন (২৬), পিতা শহিদুল ইসলাম নামে এক কুরিয়ার ম্যান নিহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্টেডফাস্ট কুরিয়ারের ম্যানেজার শিমলু জানায়- প্রতিদিনের মতো আজকেও আনোয়ার হোসেন ও সিয়াম কুরিয়ার ডেলিভারির উদ্দেশ্যে ভূলতা অফিস থেকে গ্রাহকের পণ্য নিয়ে বের হয়, দুপুর ০১টার সময় জানতে পারি বরাব এলাকার ফুলকলি ফ্যাক্টরীর সামনে আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে নিহত আনোয়ার হোসেনের লাশ দেখতে পাই এবং উপস্থিত লোকজন সিয়ামকে রূপসী আল সাবিদ হসপিটালে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানতে পাই। এই বিষয়ে স্টেডফাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নিহত আনোয়ারের চাচাতো ভাই রুবেল জানায়- সড়ক দূর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ডুমুরগাছা এলাকায়। আনোয়ার সদ্য বিবাহিত, এখনো নববধূকে বাড়ীতে উঠানো হয় নাই।
সড়ক দূর্ঘটনার খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহত আনোয়ারের লাশ হাইওয়ে থানায় নিয়ে যান। শিমরাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান- বর্তমানে লাশ হাইওয়ে থানায় আছে, নিহতের পরিবার ও অফিসের লোকজন উপস্থিত আছেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে মামলা করা হবে বলে জানানো হয়।
Leave a Reply