স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ‘জনতা ডিগ্রি কলেজ’ শাখা ছাত্রদল মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী পালন করেন।
আজ (৮ এপ্রিল) জনতা ডিগ্রি কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালন করেন।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সোমবার বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে সংগঠনটি। একইসঙ্গে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ‘জনতা ডিগ্রি কলেজ’ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যোগ দেন খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান বিঞ্জু, খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি
ছামিউল আলম লেলিন, খগাখড়িবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা, ছাত্রদল নেতা মোঃ মোমিন ইসলাম, অমিত হাসান মিসাত, মো: শাহাজান ইসলাম, মোবাশ্বের আলী মুয়াজ, সাদিক আহমেদ শাওন, শামিম ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে ছাত্রদলের কর্মসূচি সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবতাব উদ্দীন সহ কলেজের শিক্ষক ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply