1. admin@alokitoshomachar.com : sh@admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে  হোসেনপুরে আগুনেপুড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও কাজি নাহিদ ইভা বরগুনার সূমী মহিলা মাদ্রাসায় গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে আড়াই বছরেও সন্ধান পায়নি আত্মীয় স্বজন বিগত আমলে টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই-সৈয়দ তাহসিনুল হক চীনা হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নীলফামারীবাসীর পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় নকলের দায়ে একজন বহিষ্কার নান্দাইলে মাদক, জুয়া ও ইভটিজিং রোধকল্পে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন নান্দাইলে বজ্রপাতে এক মহিলা নিহত ন্যায়ের শপথ নিন জামায়েতে ইসলামে যোগ দিন- মাও. নুরুল আমিন

এই কোন যাদুর নগরী! আমাদের প্রান পিয় মাতৃভূমি বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার শেয়ার করা হয়েছে।

অথই নূরুল আমিন

একি শুনছি, একি দেখছি! সরকার কোথায়? রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী? আর জনগণ আদৌ কী চায়—এই প্রশ্নগুলো এখন সর্বত্র আলোচিত।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে গোটা দেশ যেন এক যাদুর নগরীতে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকান—সবখানেই চলছে রাজনীতি ও প্রশাসন নিয়ে তুমুল আলোচনা। এর কেন্দ্রে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। অনেকে জানতে আগ্রহী, তিনি কী করতে যাচ্ছেন?

সম্প্রতি সরকারপক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে এবং আসবে। কিছু বিনিয়োগ ইতিমধ্যে কার্যকর হয়েছে। বিশেষ করে স্টারলিংক-এর উদ্বোধন—এটি বেশ আলোচিত একটি ঘটনা। এসব দেখে বোঝা যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদি সরকারের মতোই কাজ করে চলেছে। এদিকে নাসার সাথেও চুক্তি হয়ে গেছে।

অন্যদিকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারের কার্যক্রমে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। বরং স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তারা এই সরকারের উন্নয়ন কার্যক্রমে এবং সংস্কা কার্যক্রমে আগ্রহী নয় এবং স্বীকৃতি দিতেও অনিচ্ছুক।

তবে সাধারণ জনগণের একাংশ এই সরকারকে সমর্থন জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে হাজার হাজার পোস্টে সরকারের পক্ষে মত প্রকাশ করছেন অনেকে। বিশেষ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ওরফে আশিক চৌধুরী’র উদ্যমী এবং উদ্যোগী কার্যক্রম জনমনে গভীর প্রভাব ফেলেছে।

মোঃ বশির উদ্দীন, সম্মানিত বাণিজ্য উপদেষ্টার তত্ত্বাবধানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, যা জনগণের প্রশংসা রয়েছে । নুরজাহান বেগম, সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছেন—দেশজুড়ে কয়েকশ ফার্মেসি চালু হবে, যেখানে স্বল্প মূল্যে ওষুধ পাওয়া যাবে। যদিও কার্যকর হওয়ার তারিখ এখনো নির্দিষ্ট নয়, তবু এটি একটি আশাব্যঞ্জক উদ্যোগ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক নয়। তবে সদ্য সমাপ্ত ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন এবং কর্মস্থলেও ফিরেছেন নির্বিঘ্নে—এটি অবশ্যই ইতিবাচক দিক।

বিভিন্ন ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে সিন্ডিকেট ভাঙতে এবং পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন। এ বিষয়ে সরকারের সদিচ্ছা না থাকলে বাস্তবায়ন সম্ভব হতো না—এ কথা অবশ্যই স্বীকার করতে হবে।

তবু প্রশ্ন থেকে যায়—সরকার আদৌ কী করতে চায়? তারা কতদিন ক্ষমতায় থাকবে? জনগণের একটি বড় অংশ সরকারের কিছু কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করলেও, প্রধান রাজনৈতিক দলগুলো কেন সমর্থন করছে না—তা স্পষ্ট নয়।

রাজনৈতিক দলগুলো কি তাহলে জনগণের ওপরে অবস্থান করছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা গেলে, সরকারের পরিচালনা ব্যবস্থা আরও প্রশংসনীয় হয়ে উঠবে—এ বিশ্বাস রাখি।

অথই নূরুল আমিন

কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

১০. এপ্রিল ২০২৫

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি