মোঃ মিজানুর রহমান
১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে সারা দেশে এক যোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ টি কেন্দ্রে মোট ৩৪১৮ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করার চুড়ান্ত ভাবে মনোনিত হয়েছিল। তন্মধ্যে ১ম দিনের বাংলা পরীক্ষায় ৭২ জন ছাত্র ছাত্রী অনুপস্থিত ছিল। এছাড়া ১ম দিনের পরীক্ষায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটেনি।
জানা যায়, এ বছর পাকুন্দিয়ায় ঢাকা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৩টি কেন্দ্র থেকে মোট ২২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম দিনে ২২৫৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। তন্মধ্যে ৩৭ জন অনুপস্থিত ছিল।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্র,এবং চরকাওনা কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৪ জন উপস্থিত ছিল, ১ম দিনের পরীক্ষায় ৯ জন অনুপস্থিত ছিল।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় এ বছর মঙ্গল বাড়ীয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২৮ জন পরীক্ষার্থী ১ম দিনে উপস্থিত ছিল। তন্মধ্যে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ভাবে নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বস্তরের জনসাধারনকে পরীক্ষা কেন্দ্রের আইন মেনে চলার জন্য আহবান জানান তিনি।
Leave a Reply