আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি প্রণোদনার আওতায় আউশ ধানের বীজ ও সার পাচ্ছেন কৃষক। আজ রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে বিতরণ কার্যক্রম শুরু করেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই আলম জানান, কৃষি প্রণোদনার আওতায় আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার দুই হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হয়।
Leave a Reply