আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা সারাদেশের ন্যায় পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ ১৪৩২উদযাপিত হচ্ছে। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে।র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
র্যালিতে , পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি),পাকুন্দিয়া পৌর প্রশাসক মোঃ মামুন সরকার , পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ যুবায়েত হোসেন, উপজেলা কূষি কমকর্তা মোঃ নূরে আলম, উপজেলা সমাজ সেবা কমকর্তা মোঃ শাজাহান , পাকুন্দিয়া পৌর বিএনপি সভাপতি এস,এম মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল হাসান ছোটন, মোঃ সিদ্দিক হোসেন (রিপন), সাবেক প্যানেল মেয়র পাকুন্দিয়া পৌর সভায় ও সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, পাকুন্দিয়া যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল হক( জজ)পাকুন্দিয়া,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো: মাজহারুল হক উজ্জ্বল) প্রমুখ।
Leave a Reply