মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ এপ্রিল)কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু,শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শরীফ মিয়া,পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল আজিজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন খাঁন রাব্বি,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পরীক্ষা চলাকালীন কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply