নারায়ণগঞ্জের রূপগঞ্জের ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়নের ভুলতা এলাকায় ভূলতা স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এস এম জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, লেখক, গবেষক, কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, আল-রাফি হাসপাতাল লিমিটেডের সিনিয়র প্রেসিডেন্ট আবদুল মতিন চেয়ারম্যান, পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিলন মিয়া, ডিকে এমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, গোলাম সাদেক, আব্দুল কাদির সুমন, প্রো একটিভ হাসপাতালে পরিচালক টিটু চৌধুরী, একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সিনিয়র সহ সভাপতি সালিহিন শাওন, সাধারন সম্পাদক গোলাম শহিদুল এবং ২২ টি মানবিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।
Leave a Reply