কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
মোঃ নজরুল ইসলাম জানান। কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচের Wednesdays অনুষ্ঠানের আয়োজন করেন।
ব্যাচটি একত্রিত হওয়ার জন্য ৬৯ জন বন্ধু মিলে তাহারা অষ্টগ্রাম মিঠামইন,নিকলী হাওড়ে দুইদিন ব্যাপী নৌকা ভ্রমণ আয়োজন করেন। উক্ত আয়োজনে উদ্দ্যোগতা হিসাবে ছিলেন আরেফিন,মেহেদী হাসান৷
বন্ধুদের মাঝে প্রানবন্তর করেন রাখেন কটিয়াদী পৌরসভার টিকাদানকারী হারুন অর রশিদ (আলী) কটিয়াদী বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক ,ইসমানুল হক মাসুম,সোহেল,রাজন,রিদয়,রুবেল,রাকিব,আবুল,
সোহেল,আতিক,মামুন,তানভীর প্রমুখ।
এ বন্ধু মহল খাসি,গরু,ডিম মুরগী নিয়ে নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন। অনুষ্ঠানের আয়োজকরা এ প্রতিনিধি কে জানান তারা ১৮ বছর পর অপরকে এ হাওরের বুকে দেখতে সক্ষম হয়েছে। তার আরো জানান তাদের মাঝে তিন বন্ধু হারিয়ে যান তাদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় হাওরে।
Leave a Reply