1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে অটোরিক্শার ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ২ কিশোরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুঃ বৈষম্যবিরোধী নেতার কাছে ‘জিলাপি’ খেতে চাওয়া সেই ইটনা থানার ওসি প্রত্যাহার রূপগঞ্জের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোরগঞ্জে অভিযুক্ত আটক বাজিতপুর কলেজ ছাত্রদল এর উদ্যোগে এস.এস.সি পরিক্ষার্থীদের পানি ও শরবত বিতরণ করা হয়েছে নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা অস্ত্রের মুখে ভাংচুর ও লুটপাট আহত ১ বাজিতপুরে ইজারাদার ব্যতীত প্রভাবশালী মহলের বাজার নিয়ন্ত্রণের অভিযোগে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিন ব্যাপী লোকজ মেলা উদ্ভোধন নান্দাইলে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পাকুন্দিয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সংগীত তারকা তাসরিফ খান অপটিলাক্স বিডি স্বপ্ন পূরন বিজয়ীদের হাতে তুলে দিলেন মোটর বাইক ।

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২১ বার শেয়ার করা হয়েছে।

আফজালুর রহমান উজ্জ্বল : বিশেষ প্রতিনিধি :

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি প্রাঙ্গণে মঙ্গলবার( ৯ জুলাই) দুপুরে মহা ধুমধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো অপটিলাক্স বিডি স্বপ্ন পূরন বিজয়ীদের মাঝে মোটর বাইক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে মোটর বাইক তুলে দেন সংগীত তারকা তাসরিফ খান । এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সংগীত তারকা তাসরিফ খান বলেন,অপটিলাক্স বিডি সপ্নপূরন একটি ভালো প্রতিষ্ঠান, কম্বো প্যাকের মাধ্যমে সানগ্লাস কিনে আপনিও হতে পারেন বিজয়ীদের মাঝে একজন। এসময় অনুষ্টান দেখতে আসা উপস্থিত উতসুক জনতার সামনে বাইক বাইক বিজয়ী দের সফত করিয়ে বলেন, সরকে দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে বাইক চালাবেন, জানতে পারা যায় গত দুই মাস আগে অপটিলাক্স বিডি থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র আবু হুরাইরা ও নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের ডাকিপারা গ্রামের রুকুন উদ্দিনের ছেলে ইমন অপটিলাক্স বিডি স্বপ্ন পূরন থেকে ৯৯৯ টাকার একটি কম্বো প্যাকের মাধ্যমে তিনটি সানগ্লাস কিনে গত ৩ মার্চ গিভওয়েতে দুটি মোটর বাইক বিজয়ী হন তার দুজন।

এ ব্যাপারে মোটর বাইক বিজয়ের অনুভূতির কথা জানতে চাইলে, বিজয়ী আবু হুরাইরা বলেন,,অপটিলাক্স সপ্নপূরনে আমি বাইকটি পেয়ে অনেক আনন্দিত। আরেক বিজয়ী ইমন বলেন,, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি অপটিলাক্স সপ্নপূরনে মাধ্যমে বাইকটি পেয়ে। এসময় হাওর থেকে আসা

ঘাগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মোতালিব বলেল, বাইক বিজয়ী আবু হুরায়রা আমার এলাকার ছেলে, আমি খুবই আনন্দিত , এমন সুন্দর একটা অনুষ্টানে আসতে পেরে এলাকাবাসীর পক্ষ থেকে অপটিলাক্স বিডি সপ্নপূরনের সবাই কে ধন্যবাদ জানাই। এছারাও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাষ্টার, সংগীত শিল্পী সোহেল রানা ঝিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন ভূইয়া, ডাকীপাড়া গ্রামের সমাজসেবক পারভেছ, সিঙ্গাপুর প্রবাসী হিমেল মিয়া প্রমূখ , অপটিলাক্স বিডির পরিবারের সদস্যগণ সহ স্হানীয় গণমান্য ব্যক্তিগন, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মীগণ।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি